প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
দেলদুয়ারে সার বীজ ডিলারদের সাথে কৃষি বিভাগের মতবিনিময়

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজার জাতকরণের লক্ষ্যে খুচরা ও পাইকারি ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা সোমবার দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আরিফুল হাসান, শোয়েব মাহমুদ, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খান ও টাঙ্গাইল জেলা বিসিআইসি ডিলার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া খাতুন। অনুষ্ঠানে সার বীজ ডিলার ও বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com